বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএলে) একাদশ আসরে ঢাকার প্রথম ও সিলেট পর্বের খেলা শেষ হয়েছে। আগামী বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) থেকে মাঠে গড়াবে চট্টগ্রাম পর্ব। এরই মাঝে নিজেদের স্কোয়াডে শক্তি বাড়াল খুলনা টাইগার্স। এবারের বিপিএলে তাদের দলে বড় কোনো বিদেশি ক্রিকেটার নেই। এবার নতুন করে দলে ভেড়ানো ডমিনিক পিটার সিবলিও সেভাবে পরিচিত নন, তবে ইংল্যান্ডের জার্সিতে তার আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে।
ডানহাতি এই ইংলিশ ব্যাটারকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে খুলনার ফ্র্যাঞ্চাইজিটি। তবে সিবলিকে ঠিক কবে নাগাদ পাওয়া যাবে সেটি এখনও জানা যায়নি। ইংলিশদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ২০১৯ সালে অভিষেক হওয়ার পর এই ডানহাতি ওপেনার খেলেছেন ২০২১ পর্যন্ত। ওই সময়ে ২২ টেস্টে ১০৪২ রান করেন ডমিনিক পিটার সিবলি।
পরবর্তীতে ২৯ বছর বয়সী এই ব্যাটারকে আর জাতীয় দলে না দেখা গেলেও তিনি দেশটির ঘরোয়া টুর্নামেন্ট কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রায় নিয়মিত খেলোয়াড়। ১৪২টি প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন সিবলি। কাউন্টিতে নিজের সর্বশেষ ম্যাচে সেপ্টেম্বরে খেলেছেন ১২৫ রানের ইনিংস। এ ছাড়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ভাইটালিটি ব্লাস্টের ২০২৪ আসরে ১৩৩ স্ট্রাইকরেট নিয়ে সিবলি ১১ ম্যাচে ২৬৯ রান করেন।
এদিকে, নামেভারে খুব শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ না হলেও, টানা দুই জয় দিয়ে এবারের বিপিএলে যাত্রা করে খুলনা টাইগার্স। তবে পরবর্তী তিন ম্যাচে মেহেদি হাসান মিরাজের দলটি টানা পরাজিত হয়েছে। সর্বশেষ ম্যাচে গতকাল রংপুর রাইডার্সের কাছে প্রায় নিশ্চিত জেতা ম্যাচ হেরেছে ৮ রানে। বিপিএলে এখন পর্যন্ত ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে রয়েছে খুলনা।
প্রসঙ্গত, আগামী ১৬ জানুয়ারি থেকে বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু হবে। ২৩ জানুয়ারি পর্যন্ত সেখানে হবে ১২টি ম্যাচ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৪টি ম্যাচ খেলবে খুলনা। এদিকে, টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে শীর্ষে আছে এখন পর্যন্ত ৭ ম্যাচে অপরাজেয় রংপুর রাইডার্স। সমান ৬ পয়েন্ট নিয়ে তিন-চারে আছে যথাক্রমে চিটাগাং কিংস ও ফরচুন বরিশাল।
খুলনা গেজেট/এএজে
The post বিপিএলের মাঝপথে ইংলিশ ব্যাটারকে নিলো খুলনা appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.