সারা দেশে মাঘের হাড়-কাঁপানো শীত নেমেছে। উত্তরের জনপদ গাইবান্ধার তাপমাত্রাও কমেছে বেশ ভালোই। নানা প্রাকৃতিক প্রতিকূলতাই এ অঞ্চলের মানুষদের নিয়তি। গ্রীষ্মে পিঠফাঁটা গরম। বর্ষায় নদী ভাঙন। আর শীত বেলায় তো চরম অসহায়ত্ব।
অন্য মৌসুমে মানিয়ে নিতে পারলেও শীতকে প্রাকৃতিক দুর্যোগই জানে এই এলাকার মানুষেরা। কনকনে শীতে ঠকঠক করে কাঁপা মানুষের গায়ে শীতবস্ত্র জড়িয়ে তার মুখে হাসি ফোটানোর চেয়ে আনন্দের আর কী হতে… বিস্তারিত