রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি
বরিশালের বানারীপাড়ায় বন্দর বাজারের সাবেক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান বেপারী (৭৫) মঙ্গলবার (১৪ জানুয়ারী) দিবাগত রাত ২টা ৩০ মিনিটের সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি দীর্ঘদিন পক্ষাঘাতগ্রস্থ অবস্থায় ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,চার ছেলে ও এক মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুম আঃ রহমান বেপারী বানারীপাড়া পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রেজাউর রহমান হিরণ এবং উপজেলার বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান পারভেজের বাবা ও উপজেলা আওয়ামী লীগের ক্রিড়া সম্পাদক জাহিদ হোসেন জুয়েলের মামা।
বুধবার (১৫ জানুয়ারী) বাদ জোহর উপজেলার বাইশারী ইউনিয়নের গরদ্বার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে ওই গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ,সামাজিক
,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
The post বানারীপাড়ায় সাবেক বিশিষ্ট ব্যবসায়ী আঃ রহমানের ইন্তেকাল appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.