সাতক্ষীরার শ্যামনগরে জ্বালানি হিসেবে কাঠ, তুষকাঠ ও টায়ারের কালি ব্যবহার করে ইট পোড়ানোর দায়ে দুটি ভাটা মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) বিকালে শ্যামনগর উপজেলার ইসমাইলপুর এলাকায় অবস্থিত হক ব্রিকস ও এমবি ব্রিকস নামীয় দুইটি ভাটায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত। অভিযান পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুর ইসলাম উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘন করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভাটা দুটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয় এবং জ্বালানি হিসেবে শুধুমাত্র কয়লা ব্যবহারের নির্দেশ প্রদান করা হয়।
খুলনা গেজেট/ টিএ
The post ইট ভাটায় তুষকাঠ ও টায়ারের ব্যবহার, দেড় লাখ টাকা জরিমানা appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.