“চাচা এগুলা কী প্লাস্টিক? অয়। ফোলানোর পরে কতক্ষণ থাকবো? এক রাইত। তারপর? তারপর আর কী, বাতাস বারাই গ্যালে ফালাই দেবা।” রাস্তার সিগন্যালে দাঁড়িয়ে থাকা বেলুন বিক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, এক মাস হলো তিনি এই বেলুন বিক্রি করেন, দিনে ৫০ থেকে ৭০টা বিক্রি হয়।কিছু দিন হলো ঢাকার রাস্তায় ঝলমল করছে এক ধরনের বেলুন। আগের বেলুনের মতো নানা রঙের না। ক্লিয়ার, কিন্তু ভেতরে বেশ আকর্ষণীয়… বিস্তারিত