খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বি.আর্ক কোর্সের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (https://adm.kuet.ac.bd) এ ফলাফল প্রকাশ করা হয়।
উল্লেখ্য, দীর্ঘ চার বছর পর স্বতন্ত্রভাবে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বি.আর্ক কোর্সের ভর্তি পরীক্ষা গত ১১ জানুয়ারি শনিবার কুয়েটসহ মোট ১১ টি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এবারের ভর্তি পরীক্ষায় মোট ২৪,৫২৭ (চব্বিশ হাজার পাঁচশত সাতাশ) জন পরীক্ষার্থীর মধ্যে ২২,৬৬১ (বাইশ হাজার ছয়শত একষট্টি) জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে যার শতকরা উপস্থিতির হার ৯২.৩৯ শতাংশ।
মেধাক্রম অনুযায়ী ০১ থেকে ৯৯৩৩ পর্যন্ত শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। মেধাস্থানপ্রাপ্ত সকল শিক্ষার্থীদের আগামী ২৭ জানুয়ারি সোমবার সকাল ১০:০০ ঘটিকা থেকে ১৪ ফেব্রুয়ারি শুক্রবার দুপুর ১২ টার মধ্যে (https://adm.kuet.ac.bd) লিংকে প্রবেশ করে “Online Choice From” এর প্রয়োজনীয় তথ্য পূরণ করে বিভাগের পছন্দক্রম প্রদান করতে হবে। ১ম পর্যায়ে ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং ইউআরপি বিভাগে মেধাক্রম ০১ থেকে ১০২০ পর্যন্ত, আর্কিটেকচার বিভাগে মেধাক্রম ১-৪০ পর্যন্ত, বান্দরবান জেলা মেধাক্রম ১ এবং পার্বত্য চট্টগ্রাম ও অন্যন্য মেধাক্রম ১-৪ স্থান অর্জনকারীকে আগামী ১৬ ফেব্রুয়ারি রবিবার সকাল ৯:৩০ ঘটিকা হতে বিকাল ৩:৩০ ঘটিকার মধ্যে উপস্থিত থেকে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। এছাড়া মেধা তালিকা (২য় বার) থেকে ভর্তি (প্রয়োজন সাপেক্ষে) ০৯ মার্চ রবিবার এবং মেধা তালিকা (৩য় বার) থেকে ভর্তি (প্রয়োজন সাপেক্ষে) ১৫ এপ্রিল মঙ্গলবার ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে। ১ম বর্ষ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ২৪ এপ্রিল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে এবং একাডেমিক ক্লাস শুরু হবে ২৭ এপ্রিল, ২০২৫ খ্রি. রবিবার।
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার মাধ্যমে সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগে ১২০ জন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে ১২০ জন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) বিভাগে ১২০ জন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ১২০ জন, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগে ৬০ জন, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট (আইইএম) বিভাগে ৬০ জন, লেদার ইঞ্জিনিয়ারিং (এলই) বিভাগে ৬০ জন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই) বিভাগে ৬০ জন, আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং (ইউআরপি) বিভাগে ৬০ জন, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগে ৬০ জন, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগে ৩০ জন, আর্কিটেকচার (আর্ক) বিভাগে ৪০ জন, ম্যাটেরিয়ালস্ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগে ৬০ জন, এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) বিভাগে ৩০ জন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (সিএইচই) বিভাগে ৩০ জন, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (এমটিই) বিভাগে ৩০ জন এবং সংরক্ষিত (ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীদের এবং চট্রগ্রাম বিভাগের পার্বত্য জেলার অধিবাসীদের জন্য) ৫টি আসনসহ ৩টি অনুষদের অন্তর্গত ১৬টি বিভাগে সর্বমোট ১০৬৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
বিশেষভাবে উল্লেখ্য যে, গত বছর শিক্ষার্থীদের ভর্তি ফি ছিল ১৮ হাজার ৫ শত টাকা। কিন্তু শিক্ষার্থীদের আর্থিক বিষয়টি বিশেষ বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ-এর সভপতিত্বে অনুষ্ঠিত সংশ্লিষ্ট কমিটির সভায় এবারের ভর্তি ফি ১৮ হাজার ৫ শত টাকা থেকে কমিয়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
খুলনা গেজেট/এনএম
The post কুয়েটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, কমল ফি appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.