10:50 pm, Thursday, 16 January 2025

বাউফলে দুই দিনের ব্যবধানে আরেকটি ভাসমান লাশ উদ্ধার

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলায় দুই দিনের ব্যবধানে আব্দুল্লাহ রবি (৫২) নামের ফের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে বাউফল থানা পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার কনকদিয়া ইউনিয়নের আয়লা গ্রামের কুম্ভখালি খাল থেকে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, লাশের পড়নে নীল রংয়ের জিঞ্জপ্যান্ট ও কোমরে বেল্ট পরা ছিল। গায়ে কোন পোশাক ছিলনা। উদ্ধারকৃত লাশের প্যান্টের পকেটে জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। সেখানে লেখা রয়েছে আব্দুল্লাহ্ রবি, বাবার নাম বকস্ শেখ, গ্রাম-ইতালি, ডাকঘর-ভেওরামারা,সিরাজগঞ্জ সদর। লাশটির গায়ে পোড়া ক্ষত রয়েছে।
এছাড়াও সিরাজগঞ্জ ট্রাক এবং কার্ভাটভ্যানের পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজি নং-৮১৫) সহকারী পদবী লেখা একটি পরিচয়পত্র পাওয়া গেছে। সে অনুযায়ী আব্দ্ল্লুাহ রবি ট্রাকের সহকারী হিসাবে চাকরী করতো।
সংশ্লিষ্টদের ধারনা, ট্রাক যোগে উপজেলার আয়লা গ্রামে কোন এক ব্যক্তির মালামাল আসে। গন্তব্যে যাওয়ার পথে ট্রাকটি বিদ্যুতের তারে আটকে যায়। তখন ট্রাকের সহকারী আব্দুল রবি ওই ট্রাকের উপরে উঠে বিদ্যুতের তার সরানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পরে যান। ওই গ্রামের সড়কে একটি পোড়া শার্ট পাওয়া গেছে।
শার্টটি আব্দুলাহ রবির গায়ে ছিল বলে ধারণা করা হচ্ছে। ঝামেলা এড়াতে ট্রাকে থাকা অন্যান্য লোকজন লাশটি পাশে খালে ফেলে দেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, প্যান্টের পকেটে একটি কাগজ পাওয়া গেছে সেই সুত্র ধরেই খোঁজ নেওয়া হচ্ছে। লাশ মযনা তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য চলতি মাসের ১৪ তারিখ তেঁতুলিয়া নদীর উপজেলার ধুলিয়া ইউনিয়নের মঠবাড়িয়া পয়েন্ট থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে কালাইয়া বন্দর নৌ পুলিশ। ওই লাশের পকেটেও একটি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি পাওয়া যায়। সেই সুত্র ধরে খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে ওই ব্যক্তির নাম শ্যামল দাস। তার বাড়ি বরিশালের কাউনিয়ায়। পড়ে আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

The post বাউফলে দুই দিনের ব্যবধানে আরেকটি ভাসমান লাশ উদ্ধার appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.

Tag :

বাউফলে দুই দিনের ব্যবধানে আরেকটি ভাসমান লাশ উদ্ধার

Update Time : 05:08:54 pm, Thursday, 16 January 2025

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলায় দুই দিনের ব্যবধানে আব্দুল্লাহ রবি (৫২) নামের ফের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে বাউফল থানা পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার কনকদিয়া ইউনিয়নের আয়লা গ্রামের কুম্ভখালি খাল থেকে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, লাশের পড়নে নীল রংয়ের জিঞ্জপ্যান্ট ও কোমরে বেল্ট পরা ছিল। গায়ে কোন পোশাক ছিলনা। উদ্ধারকৃত লাশের প্যান্টের পকেটে জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। সেখানে লেখা রয়েছে আব্দুল্লাহ্ রবি, বাবার নাম বকস্ শেখ, গ্রাম-ইতালি, ডাকঘর-ভেওরামারা,সিরাজগঞ্জ সদর। লাশটির গায়ে পোড়া ক্ষত রয়েছে।
এছাড়াও সিরাজগঞ্জ ট্রাক এবং কার্ভাটভ্যানের পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজি নং-৮১৫) সহকারী পদবী লেখা একটি পরিচয়পত্র পাওয়া গেছে। সে অনুযায়ী আব্দ্ল্লুাহ রবি ট্রাকের সহকারী হিসাবে চাকরী করতো।
সংশ্লিষ্টদের ধারনা, ট্রাক যোগে উপজেলার আয়লা গ্রামে কোন এক ব্যক্তির মালামাল আসে। গন্তব্যে যাওয়ার পথে ট্রাকটি বিদ্যুতের তারে আটকে যায়। তখন ট্রাকের সহকারী আব্দুল রবি ওই ট্রাকের উপরে উঠে বিদ্যুতের তার সরানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পরে যান। ওই গ্রামের সড়কে একটি পোড়া শার্ট পাওয়া গেছে।
শার্টটি আব্দুলাহ রবির গায়ে ছিল বলে ধারণা করা হচ্ছে। ঝামেলা এড়াতে ট্রাকে থাকা অন্যান্য লোকজন লাশটি পাশে খালে ফেলে দেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, প্যান্টের পকেটে একটি কাগজ পাওয়া গেছে সেই সুত্র ধরেই খোঁজ নেওয়া হচ্ছে। লাশ মযনা তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য চলতি মাসের ১৪ তারিখ তেঁতুলিয়া নদীর উপজেলার ধুলিয়া ইউনিয়নের মঠবাড়িয়া পয়েন্ট থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে কালাইয়া বন্দর নৌ পুলিশ। ওই লাশের পকেটেও একটি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি পাওয়া যায়। সেই সুত্র ধরে খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে ওই ব্যক্তির নাম শ্যামল দাস। তার বাড়ি বরিশালের কাউনিয়ায়। পড়ে আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

The post বাউফলে দুই দিনের ব্যবধানে আরেকটি ভাসমান লাশ উদ্ধার appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.