দেশের কোনো বিভাগেই এখন পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় সমন্বয়ক বা প্রতিনিধি নিযুক্ত করা হয়নি বলে জানিয়েছে কেন্দ্রীয় কমিটি। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, খুলনা বিভাগে সাতক্ষীরা ও খুলনা অঞ্চলে কতিপয় ব্যক্তি নিজেদেরকে বিভাগীয় সমন্বয়ক, বিভাগীয় প্রতিনিধি কিংবা কেন্দ্রীয় নির্বাহী সদস্য দাবি করে বিভিন্ন প্রশাসনিক কাজে বিঘ্ন ঘটানো ও প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। সেই সাথে বিভিন্ন স্থানীয় ব্যবসায়ীদের হুমকি প্রদান করে আসছে।
আমরা সুস্পষ্টভাবে জানাতে চাই যে, বিভাগীয় সফরের সময় গঠিত বিভাগীয় টিমসমূহ স্ব স্ব বিভাগের সাংগঠনিক কাজ তদারকি করছে। এছাড়া দেশের কোনো বিভাগেই এখন পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় সমন্বয়ক/প্রতিনিধি নিযুক্ত করা হয়নি।
খুলনা গেজেট/এএজে
The post ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় সমন্বয়ক নিযুক্ত করা হয়নি’ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.