3:04 pm, Saturday, 18 January 2025

গরমিল

মুখ থুবড়ে মাটিতে পড়ার সেই করুণ কাহিনি
কারও মনে উড়বার একান্তই বৃথা অভিপ্রায়,
আজীবন কারাবন্দী হতে হয় নিজের ভেতরেই।
মূল্যহীন হয় সবকিছুই ভুল মানুষের চেতনায়
রঙিন স্বপ্নগুলো পিষ্ট হয় দুঃস্বপ্নের জাঁতাকলে
সেই পশ্চাৎপদ ভুলের মাশুল দিতে দিতেই
পৌঁছে যাই একদিন ধ্বংসের দ্বারপ্রান্তে;
কিন্তু আর না, সফল হই কিংবা বিফল
থাকুক অতীতের ভুলভ্রান্তি আষ্টেপৃষ্ঠে জড়িয়ে
তবু জন্মের প্রতিশোধে উঠে দাঁড়াব।

Tag :

গরমিল

Update Time : 09:08:43 am, Saturday, 18 January 2025

মুখ থুবড়ে মাটিতে পড়ার সেই করুণ কাহিনি
কারও মনে উড়বার একান্তই বৃথা অভিপ্রায়,
আজীবন কারাবন্দী হতে হয় নিজের ভেতরেই।
মূল্যহীন হয় সবকিছুই ভুল মানুষের চেতনায়
রঙিন স্বপ্নগুলো পিষ্ট হয় দুঃস্বপ্নের জাঁতাকলে
সেই পশ্চাৎপদ ভুলের মাশুল দিতে দিতেই
পৌঁছে যাই একদিন ধ্বংসের দ্বারপ্রান্তে;
কিন্তু আর না, সফল হই কিংবা বিফল
থাকুক অতীতের ভুলভ্রান্তি আষ্টেপৃষ্ঠে জড়িয়ে
তবু জন্মের প্রতিশোধে উঠে দাঁড়াব।