সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশিষ্ট ফেলো ও শ্বেতপত্র খসড়া কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, অবিবেচকের মতো ভ্যাটের হার বাড়ানো হয়েছে। প্রত্যক্ষ কর বাড়াতে গুরুত্ব দেওয়া হয়নি। সামাজিক সুরক্ষায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) সকালে ঢাকায় একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক খাতে বেশি মনোযোগী অন্তর্বর্তী সরকার। অর্থনৈতিক সংস্কারে মনোযোগ নেই।
খুলনা গেজেট/এএজে
The post অবিবেচকের মতো ভ্যাট বাড়ানো হয়েছে: দেবপ্রিয় appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.