আবারও কাজে সরব হয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। নুহাশ হুমায়ূনের ‘২ষ’ সিরিজে ‘অন্তরা’ পর্বে অতিথি চরিত্রে অভিনয় করলেও প্রচারে তিনি ছিলেন না। অবশেষে আড়াল ভেঙে নতুন কাজ নিয়ে ফিরছেন চঞ্চল। ২৯ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে তাঁর অভিনীত সিরিজ ‘ফেউ’।
ইতিমধ্যে প্রকাশিত হয়েছে যার টিজার। যেখানে একটি সংলাপে শোনা যায়, ‘ও সুনীল দা, ফেউ কারা?’… বিস্তারিত