২০২৩ সালে বেলজিয়াম দলের দায়িত্ব নেওয়ার পর থেকে আলোচনায় ছিলেন দোমেনিকো তেদেস্কো। তার সঙ্গে সম্পর্ক ভালো না হওয়ায় জাতীয় দলে খেলছেন না রিয়াল মাদ্রিদ গোলকিপার থিবো কুর্তোয়া। সেই তেদেস্কোকে বরখাস্ত করেছে বেলজিয়াম ফুটবল অ্যাসোসিয়েশন। যার কারণ মূলত টানা হার!
এমন একটা সিদ্ধান্ত আসতোই। গত কয়েক সপ্তাহ ধরে সেটা অনুমান করা যাচ্ছিল। তার চুক্তির মেয়াদ ছিল ২০২৬ সাল পর্যন্ত। গত নভেম্বরে নেশন্স লিগে… বিস্তারিত