অস্ট্রেলিয়ান ওপেনে যোগ দিয়ে হয়তো আক্ষেপ করছেন দানিল মেদভেদেভ। দ্বিতীয় রাউন্ড পর্যন্ত পৌঁছে যে প্রাইজমানি পেয়েছেন, সেসবের বেশিরভাগই হারাচ্ছেন জরিমানা স্বরূপ! যার কারণ অখেলোয়াড় সুলভ আচরণ!
২৮ বছর বয়সী রাশিয়ান প্রথম অপরাধ ঘটান প্রথম রাউন্ডে। থাই ওয়াইল্ড কার্ড এন্ট্রি কাসিদিত সামরাজকে হারালেও মেজাজ হারিয়ে নেট ক্যামেরায় পাঁচবার র্যাকেট দিয়ে আঘাত করেন তিনি। তাতে র্যাকেটের পাশাপাশি ক্যামেরাও ভেঙে… বিস্তারিত