মাদারীপুরের রাজৈর এলাকায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী লোকমেলা ও কবিগান। প্রায় ৩০০ বছরের ঐহিত্যবাহী এই কবি গানের আসর ঘিরে এবার বসেছে সহস্রাধিক স্টল। বিভিন্ন জেলা উপজেলা থেকে মেলায় এসেছেন হাজারো দর্শক-শ্রোতা।
বুধবার (১৫ জানুয়ারি) থেকে শুরু হওয়া এই মেলা ২১ জানুয়ারি পর্যন্ত চলবে বলে জানিয়েছেন আয়োজকরা। লোকমেলার পাশাপাশি ১৫ দিনব্যাপী চলবে পৌষমেলা।
আয়োজকরা জানান, শত বছর আগে মহামানব গনেশ পাগল পৌষমাসের শেষ… বিস্তারিত