জাতীয় শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মিরপুরস্থ সমিতির নিজস্ব কার্যালয়ে রোববার (১৯ জানুয়ারি) বিকেল ৪ টায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ ইসহাক হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায়, প্রধান আলোচক ছিলেন প্রফেসর মো. মাজহারুল হান্নান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মো. শহিদুল্লাহ, অধ্যাপক দীপক কুমার রায়, অধ্যাপক মোহাম্মদ আজাদুর রহমান চৌধুরী, অধ্যাপক আল মামুন, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক মো. শহিদুল ইসলাম, অধ্যাপক মো. কামরুল হাসান খান ও অধ্যাপিকা ইসফাত আজমি ।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্তি ও জাতীয় কোষাগার হতে বেতনের ৫০% প্রদান এবং চাকরিবিধি প্রণয়ন ও বাস্তবায়নসহ শিক্ষার উন্নয়নের লক্ষ্যে শিক্ষকদের কল্যাণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনন্য অবদানের জন্য তিনি এদেশের শিক্ষক সমাজের মধ্যমণি হয়ে রয়েছেন। তার স্মৃতিকে অম্লান রাখতে, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি এবং বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের দাবির পরিপ্রেক্ষিতে ২০০২ সালের ২৪ এ জানুয়ারি বিয়াম মিলনায়তনে শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধার প্রথম চেক বিতরণী অনুষ্ঠানে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, শহীদ জিয়ার জন্ম দিবস ১৯ এ জানুয়ারিকে জাতীয় শিক্ষক দিবস পালনের ঘোষণা দিয়েছিলেন ।
দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচকগণ বলেন, আমাদের শিক্ষা ক্ষেত্রে সরকারি বেসরকারি যে বৈষম্য রয়েছে তা দূর করে অবিলম্বে শিক্ষার মান উন্নয়নের জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করতে হবে । আলোচকগণ জাতীয় শিক্ষক দিবসকে যথাযোগ্য মর্যাদার সাথে সরকারি ভাবে পালনের জোর দাবি জানান। এজন্য ১৯ জানুয়ারিকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালনের জন্য সরকারি গেজেট প্রকাশের উপর গুরুত্বারোপ করেন।
খুলনা গেজেট/এএজে
The post জাতীয় শিক্ষক দিবসে কলেজ শিক্ষক সমিতি ও অধ্যক্ষ পরিষদের আলোচনা appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.