জয়িতার আগাম ঘোষণা ছিল, ‘শুরু করবো ঠিক রাত ৮টায়। যারা টিকিট কিনেছেন, ৭টা ৩০ মিনিটের মধ্যে চলে আসলে ভালো হয়!’
১৮ জানুয়ারি, ঘড়ির কাঁটা রাত ৮টার ঘরে পৌঁছানোর আগেই রাজধানীর যাত্রা বিরতিতে গিয়ে দেখা গেলো চেনা-জানা গানপাগল মানুষের কলধ্বনি। এদিন রাতটা অন্যভাবে সাজিয়েছেন গান ও কবিতার অন্যতম কণ্ঠস্বর জয়িতা। পাঠ, আবৃত্তি ও রবীন্দ্রনাথের গানের সঙ্গে এক অপূর্ব সন্ধ্যা।
৮টার কিছুটা পরে শুরু করে টানা… বিস্তারিত