ক্রিকেটার তাসকিন আহমেদ ফর্মের তুঙ্গে থাকায় অবস্থায়ই আইপিএলে অন্তত তিনবার ডাক পেয়েছিলেন। কিন্তু বিসিবির ছাড়পত্র না পাওয়ায় খেলা হয়নি।
এবার আসন্ন পিএসএলের প্লেয়ার ড্রাফটসে তিনি দল পাননি। শুধু লিটন দাস, নাহিদ রানা আর রিশাদ হোসেন খেলবেন পিএসএলে।
তবে দল না পেলেও হতাশ নন তাসকিন। হতাশা তাকে আর স্পর্শ করে না।
গতকাল সোমবার (২০ জানুয়ারি) রাতে বিপিএলে চিটাগং কিংসের কাছে ১১১ রানে হারের পর… বিস্তারিত