6:02 am, Wednesday, 22 January 2025

কলাপাড়ায় বসতবাড়িতে ডাকাতি; গৃহবধূ কে হত্যা

কলাপাড়া ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে গভীর রাতে শাহনাজ পারভীন লাকি (৫০) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। একদল ডাকাত তাদের বসতঘরে প্রবেশ করে শাহনাজ পারভীনকে হাত, পা ও মুখ বেঁধে নির্মমভাবে হত্যা করে। একইসঙ্গে ঘরে থাকা আসবাবপত্র ভাংচুর এবং মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় তারা।

ঘটনাটি ঘটে সোমবার গভীর রাতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল কালাম আজাদের বাড়িতে। স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে ওই ইউনিয়নে একাধিক ডাকাতির ঘটনা ঘটায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় নিহত শাহনাজ পারভীন ঘরে একাই ছিলেন। মঙ্গলবার সকাল আটটার দিকে তার দেবর শাহআলম বাড়িতে এসে পেছনের দরজা খোলা দেখতে পান। ঘরে প্রবেশ করে তিনি শাহনাজ পারভীনকে হাত, পা এবং মুখ বাঁধা অবস্থায় মৃত দেখতে পান। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দেয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাটি ডাকাতি না দুর্ধর্ষ চুরির অংশ, সে বিষয়ে তদন্ত চলছে। তিনি আরও জানান, এই হত্যাকাণ্ড এলাকায় সাধারণ মানুষের মধ্যে গভীর শোক ও ভয়ের সঞ্চার করেছে।

স্থানীয়রা জানান, এই ইউনিয়নে ইতোমধ্যেই একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে, যা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে উদ্বেগ ছিল। তবে এমন নৃশংস হত্যাকাণ্ড তাদের আরও অসহায় করে তুলেছে। পুলিশ দ্রুত তদন্ত করে অপরাধীদের চিহ্নিত ও গ্রেপ্তারে আশ্বাস দিলেও এলাকাবাসী নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

The post কলাপাড়ায় বসতবাড়িতে ডাকাতি; গৃহবধূ কে হত্যা appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.

Tag :

কলাপাড়ায় বসতবাড়িতে ডাকাতি; গৃহবধূ কে হত্যা

Update Time : 01:07:36 pm, Tuesday, 21 January 2025

কলাপাড়া ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে গভীর রাতে শাহনাজ পারভীন লাকি (৫০) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। একদল ডাকাত তাদের বসতঘরে প্রবেশ করে শাহনাজ পারভীনকে হাত, পা ও মুখ বেঁধে নির্মমভাবে হত্যা করে। একইসঙ্গে ঘরে থাকা আসবাবপত্র ভাংচুর এবং মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় তারা।

ঘটনাটি ঘটে সোমবার গভীর রাতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল কালাম আজাদের বাড়িতে। স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে ওই ইউনিয়নে একাধিক ডাকাতির ঘটনা ঘটায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় নিহত শাহনাজ পারভীন ঘরে একাই ছিলেন। মঙ্গলবার সকাল আটটার দিকে তার দেবর শাহআলম বাড়িতে এসে পেছনের দরজা খোলা দেখতে পান। ঘরে প্রবেশ করে তিনি শাহনাজ পারভীনকে হাত, পা এবং মুখ বাঁধা অবস্থায় মৃত দেখতে পান। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দেয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাটি ডাকাতি না দুর্ধর্ষ চুরির অংশ, সে বিষয়ে তদন্ত চলছে। তিনি আরও জানান, এই হত্যাকাণ্ড এলাকায় সাধারণ মানুষের মধ্যে গভীর শোক ও ভয়ের সঞ্চার করেছে।

স্থানীয়রা জানান, এই ইউনিয়নে ইতোমধ্যেই একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে, যা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে উদ্বেগ ছিল। তবে এমন নৃশংস হত্যাকাণ্ড তাদের আরও অসহায় করে তুলেছে। পুলিশ দ্রুত তদন্ত করে অপরাধীদের চিহ্নিত ও গ্রেপ্তারে আশ্বাস দিলেও এলাকাবাসী নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

The post কলাপাড়ায় বসতবাড়িতে ডাকাতি; গৃহবধূ কে হত্যা appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.