নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর গর্ভানমেন্ট রিলেশন কমিটির ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সোমবার (২০ জানুয়ারী) বিকালে পঞ্চগড় শেরেবাংলা মুক্তমঞ্চে পঞ্চগড় জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি ও জেলা ফুটবল কোচ এসোসিয়েশন এবং পঞ্চগড় চেম্বারের উদ্যোগে গন সংবর্ধনা প্রদান করা হয়।
তাঁকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করা হয় এবং উপহার হিসেবে ক্রেস প্রদান করা হয়।
এসময় পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু,পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র তৌহিদুল ইসলাম,বিএনপি,অংগ ও সহযোগী সংগঠনের নেতৃ বৃন্দ সহ পঞ্চগড় জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি ও জেলা ফুটবল কোচ এসোসিয়েশন এবং পঞ্চগড় চেম্বারের নেতৃ বৃন্দ উপস্থিত ছিলেন।