বাড়ির কোনো গাড়ি প্রস্তুত ছিল না। অটোরিকশায় চড়ে লীলাবতী হাসপাতালে পৌঁছান আহত সাইফ আলি খান। সে সময় অভিনেতার সঙ্গে ছিল ৮ বছর বয়সী সন্তান তৈমুর। অভিনেতাকে শুধু দ্রুততার সঙ্গে হাসপাতালেই পৌঁছে দেননি, ভাড়াও চাননি অটোচালক ভজন সিং রানা। অভিনেতার জীবন বাঁচিয়ে প্রশংসার পাশাপাশি এবার পুরস্কার পেয়েছেন ভজন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, অটোচালক ভজন সিং রানাকে ১১ হাজার রুপি পুরস্কার দিয়েছে ফাইজান… বিস্তারিত