4:01 pm, Wednesday, 22 January 2025

তালায় দু’টি ইটভাটায় জরিমানা, অনাদায়ে ম্যানেজারদের কারাগারে প্রেরণ

সাতক্ষীরার তালায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে দুটি ইটভাটা মালিককে ৪ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে পৃথকভাবে তালা উপজেলার খেশরা ইউনিয়নের এসএমএমবি ব্রিকস এবং এসবি ব্র্রিকসে এই অভিযান চালানো হয়।

অভিযানকালে নিয়ম ভঙ্গ করে ইটভাটায় কাঠ পোড়ানোর অভিযোগে পৃথকভাবে এসএমএমবি ব্রিকস ও এসবি ব্রিকসের মালিককে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা অনাদায়ে, প্রত্যেক ভাটার মালিককে পৃথকভাবে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। তবে এসময় ভাটার মালিকরা তাদের জরিমানার টাকা পরিশোধ করতে না পারায় মালিকের অনুপস্থিতিতে দুই ইটভাটার ম্যানেজারকে কারাগারে প্রেরণ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন, ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস। এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলামসহ পুলিশ ও আনসার সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় তালা উপজেলার খেশরা ইউনিয়নের এসএমএমবি ব্রিকস এবং এসবি ব্রিকস নামক দুটি ইটভাটায় অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে ভাটায় কাঠ পোড়ানোর অভিযোগে এসএমএমবি ব্রিকসে এবং এসবি ব্রিকসের মালিককে পৃথকভাবে ২ লাখ করে মোট ৪ লাখ টাকা জরিমানা, অনাদায়ে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

তিনি আরও জানান, অভিযানের সময় ইটভাটা মালিকরা পলাতক থাকায় এবং জরিমানার টাকা দিতে না পারায় এসবি ব্রিকসের ম্যানেজার লাবলু সর্দার এবং এসএমএমবি ব্রিকসের ম্যানেজার আল আমিনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। জেলাব্যাপি এ ধরনের অভিযান অবৈধ ইট ভাটার কার্যক্রম বন্ধ করতে এবং পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন তিনি।

 

খুলনা গেজেট/এনএম

The post তালায় দু’টি ইটভাটায় জরিমানা, অনাদায়ে ম্যানেজারদের কারাগারে প্রেরণ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.

Tag :

তালায় দু’টি ইটভাটায় জরিমানা, অনাদায়ে ম্যানেজারদের কারাগারে প্রেরণ

Update Time : 10:07:42 am, Wednesday, 22 January 2025

সাতক্ষীরার তালায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে দুটি ইটভাটা মালিককে ৪ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে পৃথকভাবে তালা উপজেলার খেশরা ইউনিয়নের এসএমএমবি ব্রিকস এবং এসবি ব্র্রিকসে এই অভিযান চালানো হয়।

অভিযানকালে নিয়ম ভঙ্গ করে ইটভাটায় কাঠ পোড়ানোর অভিযোগে পৃথকভাবে এসএমএমবি ব্রিকস ও এসবি ব্রিকসের মালিককে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা অনাদায়ে, প্রত্যেক ভাটার মালিককে পৃথকভাবে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। তবে এসময় ভাটার মালিকরা তাদের জরিমানার টাকা পরিশোধ করতে না পারায় মালিকের অনুপস্থিতিতে দুই ইটভাটার ম্যানেজারকে কারাগারে প্রেরণ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন, ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস। এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলামসহ পুলিশ ও আনসার সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় তালা উপজেলার খেশরা ইউনিয়নের এসএমএমবি ব্রিকস এবং এসবি ব্রিকস নামক দুটি ইটভাটায় অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে ভাটায় কাঠ পোড়ানোর অভিযোগে এসএমএমবি ব্রিকসে এবং এসবি ব্রিকসের মালিককে পৃথকভাবে ২ লাখ করে মোট ৪ লাখ টাকা জরিমানা, অনাদায়ে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

তিনি আরও জানান, অভিযানের সময় ইটভাটা মালিকরা পলাতক থাকায় এবং জরিমানার টাকা দিতে না পারায় এসবি ব্রিকসের ম্যানেজার লাবলু সর্দার এবং এসএমএমবি ব্রিকসের ম্যানেজার আল আমিনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। জেলাব্যাপি এ ধরনের অভিযান অবৈধ ইট ভাটার কার্যক্রম বন্ধ করতে এবং পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন তিনি।

 

খুলনা গেজেট/এনএম

The post তালায় দু’টি ইটভাটায় জরিমানা, অনাদায়ে ম্যানেজারদের কারাগারে প্রেরণ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.