জয়পুরহাট শহরের প্রফেসরপাড়া এলাকার দরিদ্র হোটেল শ্রমিক মোকলেছুর রহমানের একমাত্র ছেলে আকিবুল হাসান রকি। আন্দোলনের সময় তার শরীরে ৬০ থেকে ৬৫ টি ছররা গুলি বিদ্ধ হয়। এখনও রয়ে গেছে ২০ থেকে ২৫ টি। চোখেও কয়েকটা ছররা গুলি লাগে। অপারেশন করে সেসব বের করেন চিকিৎসকেরা। তবে এখনও তার চোখে একটি ছররা গুলি রয়ে গেছে। রকি এক চোখে দেখতে পান অন্য চোখে পান না।
ডাক্তার বলেছেন, চোখের উন্নত চিকিৎসার মাধ্যমে গুলি… বিস্তারিত