11:03 pm, Wednesday, 22 January 2025

জাতীয় ইস্যুতে একসঙ্গে থাকার ঘোষণা বিএনপি-খেলাফত মজলিসের

জুলাই-আগস্ট অভ্যুত্থানে এক দফা সফল হলেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কাজ অবশিষ্ট থাকায় জাতীয় ইস্যুতে ঐকমত্যের ভিত্তিতে একসঙ্গে থাকার কথা জানিয়েছে বিএনপি ও দলটির সাবেক জোটসঙ্গী খেলাফত মজলিস।

বুধবার (২২ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দুই দলের শীর্ষ পর্যায়ের নেতাদের বৈঠকের পর একথা জানায় তারা। এছাড়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি সরকারকে সহযোগিতা করছে উল্লেখ করে প্রয়োজনীয় সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছে দলটি।

গত কয়েকদিন ধরে রাজনীতির মাঠে চর্চা ইসলামিক দলগুলো নির্বাচনী মোর্চা। তারই প্রেক্ষাপটে গতকাল মঙ্গলবার বরিশালে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের দুই শীর্ষ নেতার বৈঠকের পর বৃহত্তর ইসলামী জোট গঠনের আলোচনা আরও জোরদার হয়।

এমন পরিস্থিতিতে ২০ দলীয় জোটের সাবেক জোটসঙ্গী খেলাফত মজলিসের সঙ্গে দীর্ঘ বছর পর গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক করে বিএনপি। বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কাজ এখনো অবশিষ্ট আছে। কোনো ইসলামী জোট নিয়ে দুশ্চিন্তা দেখছে না তাদের দল।

এসময় খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের বলেন, জাতীয় ঐক্যে সুসংহত করতে আন্তঃদলীয় সংলাপ অব্যাহত থাকবে। সংস্কার শেষে দ্রুত সময়ে নির্বাচন অনুষ্ঠানে বিএনপির সঙ্গে ঐকমত্য আছে তাদের।

অপরদিকে, দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের গণতন্ত্রায়ন ও উন্নয়নে বহিঃবিশ্বে বিএনপির ভূমিকা আলোচনা সভায় স্থায়ী কমিটির আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে সংস্কার করার সুযোগ নেই। নির্বাচনের বাইরে গিয়ে অন্যকিছু করতে গেলে জনগণের মনে সন্দেহ আসতে পারে। প্রয়োজনীয় সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করেন তিনি।

খুলনা গেজেট/এএজে

The post জাতীয় ইস্যুতে একসঙ্গে থাকার ঘোষণা বিএনপি-খেলাফত মজলিসের appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.

Tag :

জাতীয় ইস্যুতে একসঙ্গে থাকার ঘোষণা বিএনপি-খেলাফত মজলিসের

Update Time : 05:07:17 pm, Wednesday, 22 January 2025

জুলাই-আগস্ট অভ্যুত্থানে এক দফা সফল হলেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কাজ অবশিষ্ট থাকায় জাতীয় ইস্যুতে ঐকমত্যের ভিত্তিতে একসঙ্গে থাকার কথা জানিয়েছে বিএনপি ও দলটির সাবেক জোটসঙ্গী খেলাফত মজলিস।

বুধবার (২২ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দুই দলের শীর্ষ পর্যায়ের নেতাদের বৈঠকের পর একথা জানায় তারা। এছাড়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি সরকারকে সহযোগিতা করছে উল্লেখ করে প্রয়োজনীয় সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছে দলটি।

গত কয়েকদিন ধরে রাজনীতির মাঠে চর্চা ইসলামিক দলগুলো নির্বাচনী মোর্চা। তারই প্রেক্ষাপটে গতকাল মঙ্গলবার বরিশালে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের দুই শীর্ষ নেতার বৈঠকের পর বৃহত্তর ইসলামী জোট গঠনের আলোচনা আরও জোরদার হয়।

এমন পরিস্থিতিতে ২০ দলীয় জোটের সাবেক জোটসঙ্গী খেলাফত মজলিসের সঙ্গে দীর্ঘ বছর পর গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক করে বিএনপি। বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কাজ এখনো অবশিষ্ট আছে। কোনো ইসলামী জোট নিয়ে দুশ্চিন্তা দেখছে না তাদের দল।

এসময় খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের বলেন, জাতীয় ঐক্যে সুসংহত করতে আন্তঃদলীয় সংলাপ অব্যাহত থাকবে। সংস্কার শেষে দ্রুত সময়ে নির্বাচন অনুষ্ঠানে বিএনপির সঙ্গে ঐকমত্য আছে তাদের।

অপরদিকে, দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের গণতন্ত্রায়ন ও উন্নয়নে বহিঃবিশ্বে বিএনপির ভূমিকা আলোচনা সভায় স্থায়ী কমিটির আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে সংস্কার করার সুযোগ নেই। নির্বাচনের বাইরে গিয়ে অন্যকিছু করতে গেলে জনগণের মনে সন্দেহ আসতে পারে। প্রয়োজনীয় সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করেন তিনি।

খুলনা গেজেট/এএজে

The post জাতীয় ইস্যুতে একসঙ্গে থাকার ঘোষণা বিএনপি-খেলাফত মজলিসের appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.