জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি সাইয়েদ আরশাদ মাদানী ৫ দিনের সফরে বুধবার (২২ জানুয়ারি) বাংলাদেশে এসেছেন। তিনি ভারতের দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন (প্রধান শিক্ষক)। এদিন দুপুরে বিষয়টি জানান রাজধানীর গুলিস্তানের পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব ইমরানুল বারী সিরাজী।
ঢাকার মানিক নগরের মারকাজুশ শাইখ আরশাদ আল মাদানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ইমরানুল বারী বলেন, বুধবার বেলা পৌনে… বিস্তারিত