সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির দুই গ্রুপের কর্মসূচিকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্যামনগর উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন।
প্রসঙ্গত, শ্যামনগর উপজেলা ও পৌর বিএনপি’র আহবায়ক কমিটি গঠনের দায়িত্বপ্রাপ্ত জেলা বিএনপির সদস্য সচিব মোঃ আব্দুল আলিম গত ১৯ জানুয়ারি শ্যামনগর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। এই কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে পদ বঞ্চিত নেতাকর্মীরা। এক পর্যায়ে ২১ জানুয়ারি নবগটিত আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন সদস্য সচিব আব্দুল আলিম।
এদিকে নবগঠিত আহবায়ক কমিটি বিলুপ্তির পর বুধবার (২২ জানুয়ারি) বিকালে শ্যামনগর উপজেলা সদরে একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশের ডাক দেয় বিএনপির দুই গ্রুপ। একপর্যায়ে বিকালে বিএনপি দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। এ সময় পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এরপর শ্যামনগর উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন।
খুলনা গেজেট/ টিএ
The post বিএনপি দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, শ্যামনগরে ১৪৪ ধারা জারি appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.