ফিরে আসছে শয়তানের বাতাস। লস অ্যাঞ্জেলেসের দিকে ধেয়ে আসছে সান্ত্যা অ্যানার বাতাস। জ্বলেপুড়ে ছাই হয়ে যেতে পারে পুরো ক্যালিফোর্নিয়া। বাতাসের তীব্রতা কমায় নরকের এই আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনতে পেরেছিল ফায়ার সার্ভিস। কিন্তু সব চেষ্টা ব্যররথ করে দিয়ে আবারও ধেয়ে আসছে শয়তানের গোলা। বিস্তারিত