ভজন সিং রানা। উত্তরাখন্ডের মানুষ। পেশায় অটোচালক। বহুদিন ধরেই মুম্বাইয়ের রাস্তায় অটো চালাচ্ছেন ভজন। বাকি দিনগুলোর মতো গত ১৬ জানুয়ারি ভোররাতেও নিজের অটো নিয়ে বাড়ি ফিরলেন এই চালক।
এমন অবস্থায় নিজ বাড়ির দরজার সামনে বলিউডের নবাব সাইফ আলি খান রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছেন। একেবারে দেবদূতের মতো নায়কের সামনে হাজির হন তিনি। সাইফকে উদ্ধার করে সেখান থেকে হাসপাতালে নিয়ে যান এই চালক।
হাসপাতালে… বিস্তারিত