বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকল্পের ২১ জন শ্রমিকের মাঝে রাবি উপ-উপাচার্য (প্রশাসন) দপ্তরের ব্যবস্থাপনায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ফরিদ উদ্দীন খান কৃষি প্রকল্পের শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
সেখানে শ্রমিকদের উদ্দেশে তাঁরা বলেন, আপনারা দীর্ঘদিন ধরে এই কৃষি প্রকল্পের কাজের সাথে জড়িত আছেন।
আপনাদের হাত ধরে রাবি কৃষি প্রকল্পের বিভিন্ন কাজে ভবিষ্যতে আরো সফলতা আসবে। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তীব্র শীত লাঘবের জন্য এই শীতবস্ত্র প্রদান করা হলো। আগামীতেও আরো কিছু সুবিধা প্রদানের পরিকল্পনা আছে বলেও তাঁরা উল্লেখ করেন।
The post রাবির কৃষি প্রকল্পের শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ appeared first on সোনালী সংবাদ.