পলিমাটি জমায় এক বছর আগে খনন করা হয়েছিল কক্সবাজারের মহেশখালী জেটিঘাটে। বছর না যেতে আবারও তা ভরাট হয়ে গেছে। এতে ভাটার সময় স্পিডবোট ও যাত্রীবাহী নৌকা থেকে নেমে কাদা মাড়িয়ে জেটিতে উঠতে হচ্ছে যাত্রীদের।
মহেশখালী থেকে নৌপথে কক্সবাজারে যাতায়াতের ক্ষেত্রে যাত্রীদের একই ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে অপর প্রান্তেও। খাল ভরাট হয়ে যাওয়ায় ভাটার সময় নদী থেকে কাঠের নৌকা কিংবা স্পিডবোট সরাসরি কক্সবাজারের ৬… বিস্তারিত