5:12 am, Friday, 24 January 2025

টুর্নামেন্টের প্রথম হারের পর সোহান যা বললেন

এবারের বিপিএলে অপ্রতিরোধ্য ছিল রংপুর রাইডার্স। সাবেক চ্যাম্পিয়নরা ৮ ম্যাচ খেলে সবকটিতেই জয় নিয়ে আজ খেলতে নেমেছিল নিজেদের নবম ম্যাচে। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল দুর্বার রাজশাহী। আর রাজশাহীর বিপক্ষে এই ম্যাচ দিয়েই থামল রংপুরের অজেয় যাত্রা। এদিকে এবারের আসরে প্রথম হারকেই অ্যালার্মিং বলছেন রাইডার্সদের অধিনায়ক নুরুল হাসান সোহান।

আগে ব্যাট রংপুরকে আজ ১৭১ রানের লক্ষ্য দিয়েছিল রাজশাহী। চ্যালেঞ্জিং এই লক্ষ্য তাড়া করতে নেমে রংপুর অল আউট হয় ১৪৬ রানে। ২৪ রানে জিতে রাজশাহী।

টুর্নামেন্টের প্রথম হারের পর ম্যাচশেষে রংপুরের অধিনায়ক সোহান বলেন, ‘টুর্নামেন্টে এখন পর্যন্ত আমরা ভালো খেলেছি। এই হারটা অবশ্যই দলের জন্য এলার্মিং। এখান থেকে কীভাবে জেতা যায় এটা সবার চিন্তা করতে হবে। ক্রিকেটটা এমন, ভালো খেলে জিততে হবে। আসলেন, জিতলেন এমন আশা করা ঠিক না। আমরা কোন জায়গায় ভুল করেছি, এগুলো নিয়ে সকলে কাজ করবো।’

ব্যাটিং-বোলিং কোনোটিতেই তাঁর দল ভালো করতে পারেনি জানিয়ে সোহান বলেন, ‘আমরা পাওয়ার প্লেতে ভালো শুরু করিনি। ১৫ ওভারের পর রান চেক দিয়েছি। কিন্তু শুরুটা ভালো হয়নি। ব্যাটিংয়েও শুরুতে ভালো হয়নি। ব্যাটিং-বোলিং দুটোই বিপক্ষে গেছে।’

The post টুর্নামেন্টের প্রথম হারের পর সোহান যা বললেন appeared first on Bangladesher Khela.

Tag :

ndax login

https://ndaxlogi.com

latitude login

https://latitude-login.com

টুর্নামেন্টের প্রথম হারের পর সোহান যা বললেন

Update Time : 10:08:21 pm, Thursday, 23 January 2025

এবারের বিপিএলে অপ্রতিরোধ্য ছিল রংপুর রাইডার্স। সাবেক চ্যাম্পিয়নরা ৮ ম্যাচ খেলে সবকটিতেই জয় নিয়ে আজ খেলতে নেমেছিল নিজেদের নবম ম্যাচে। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল দুর্বার রাজশাহী। আর রাজশাহীর বিপক্ষে এই ম্যাচ দিয়েই থামল রংপুরের অজেয় যাত্রা। এদিকে এবারের আসরে প্রথম হারকেই অ্যালার্মিং বলছেন রাইডার্সদের অধিনায়ক নুরুল হাসান সোহান।

আগে ব্যাট রংপুরকে আজ ১৭১ রানের লক্ষ্য দিয়েছিল রাজশাহী। চ্যালেঞ্জিং এই লক্ষ্য তাড়া করতে নেমে রংপুর অল আউট হয় ১৪৬ রানে। ২৪ রানে জিতে রাজশাহী।

টুর্নামেন্টের প্রথম হারের পর ম্যাচশেষে রংপুরের অধিনায়ক সোহান বলেন, ‘টুর্নামেন্টে এখন পর্যন্ত আমরা ভালো খেলেছি। এই হারটা অবশ্যই দলের জন্য এলার্মিং। এখান থেকে কীভাবে জেতা যায় এটা সবার চিন্তা করতে হবে। ক্রিকেটটা এমন, ভালো খেলে জিততে হবে। আসলেন, জিতলেন এমন আশা করা ঠিক না। আমরা কোন জায়গায় ভুল করেছি, এগুলো নিয়ে সকলে কাজ করবো।’

ব্যাটিং-বোলিং কোনোটিতেই তাঁর দল ভালো করতে পারেনি জানিয়ে সোহান বলেন, ‘আমরা পাওয়ার প্লেতে ভালো শুরু করিনি। ১৫ ওভারের পর রান চেক দিয়েছি। কিন্তু শুরুটা ভালো হয়নি। ব্যাটিংয়েও শুরুতে ভালো হয়নি। ব্যাটিং-বোলিং দুটোই বিপক্ষে গেছে।’

The post টুর্নামেন্টের প্রথম হারের পর সোহান যা বললেন appeared first on Bangladesher Khela.