উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার উলিপুর উপজলার ৩টি ইউনিয়নে ১হাজার ১০টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজে এসকে এস ), সেভ দ্য চিলড্রন এর সহায়তায় ২২ ও ২৩ জানুয়ারী ২০২৫ তারিখ বুড়াবুড়ি, হাতিয়া ও থেতরাই ইউনিয়নের শীতার্ত অতিদরিদ্র পরিবারের মাঝে পরিবার প্রতি কম্বল-২টি, শিশুদের সোয়েটার-২টি, নারীদের জন্য চাদর-১টি বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত), জনাব কাজী মাহমুদুর রহমান, সেভ দ্য চিলড্রেন এর প্রতিনিধি মোঃ সারোয়ার হোসাইন ও মোঃ তাজমুল ইসলাম, এমজেএসকেএস এর উপ-পরিচালক শ্যামল চদ্র সরকার, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান ও সদস্যবৃন্দ । উপজেলা নির্বাহী অফিসার বলেন এই মানবিক সহায়তা চলমান তীব্র শীতে অতি দরিদ্র মানুষদের অতুলনীয় উপকার করবে। তিনি দাতা সংস্থা ও এমজেএসকেএস-কে ধন্যবাদ জানান এবং আরাও বেশি সংখ্যক মানুষের সাহায্যার্থে এগিয় আসার আহবান জানান।
9:29 am, Friday, 24 January 2025
News Title :
উলিপুরে এমজেএসকেএস শীতবস্ত্র বিতরণ
- সংবাদপত্র সংগ্রহ
- Update Time : 11:19:00 pm, Thursday, 23 January 2025
- 2 Time View
Tag :
জনপ্রিয়