বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ২০২৫) কাহারোল রামচন্দ্রপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহনয়াজ বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাহারোল সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহারোল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়াউল ইসলাম, কাহারোল উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলি, কাহারোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোছাঃ আঞ্জুমান আরা বেগম, কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিকুল ইসলাম, ঈশানপুর এস সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফ আলী, মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুবুর রহমান, বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম প্রমূখ।
পরে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ বিশেষ অতিথি বৃন্দ। অনুষ্ঠান সার্বিক সঞ্চালনায় দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রানা সরকার।