বাম ঊরু ছিল বাঁধা। আগে থেকেই ফিটনেস নিয়ে উদ্বেগ ছিল। দৃঢ় মনোবল নিয়ে কোর্টে নেমেছিলেন নোভাক জোকোভিচ। কিন্তু প্রথম সেট হেরে যাওয়ার পর চোটের ধকল সামলাতে পারেননি। সেমিফাইনালে আত্মসমর্পণ করেন সার্ব তারকা। প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ওঠেন অ্যালেক্স জভেরেভ।
রবিবার শিরোপার লড়াইয়ে জভেরেভ খেলবেন জ্যানিক সিনার ও বেন শেল্টনের সেমিফাইনাল বিজয়ীর বিপক্ষে।
জোকোভিচের রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম… বিস্তারিত