12:16 am, Saturday, 25 January 2025

থোকায় থোকায় শিম, নজর কাড়ছে সবার

বিশেষ প্রতিনিধি:

বরিশাল নদীবন্দর ভবনের সামনের পতিত জমিতে এক সময় ময়লা-আবর্জনার স্তূপ ছিল। পরে সেখানে নিজেদের উদ্যোগে ছোট আকারে সবজি চাষ শুরু করেন কয়েকজন শ্রমিক। এরপর সময়ের সঙ্গে সঙ্গে বন্দর ভবন এলাকার আশপাশের দৃশ্য পাল্টাতে থাকে।  

বর্তমানে বরিশাল নদীবন্দরের ৩ নম্বর গেট দিয়ে বন্দর ভবনের ভেতর দিয়ে পল্টুনে যেতে বাগানের দিকে তাকাতেই মিলবে সবুজের সমারোহ। আর সেখানে বাহারি ধরনের গাছের দেখাও মিলবে। যার মধ্যে এখন সব থেকে বেশি দৃষ্টি কাড়বে সোজা গাছের চূড়ায় ঝুলে থাকা সবুজ বর্ণের ফলগুলো। যেগুলো দেখে শিমুল গাছের ফল মনে হলেও আসলে এগুলো একটি উন্নত জাতের (হাইব্রিড) শিম গাছ। আর এ শিমের ফলন এতটাই বেশি যে তা স্থানীয় কৃষকদের কাছেও কল্পনার বাইরে।  

গাছের মালিক বরিশাল-ঢাকা নৌ-রুটের বিলাসবহুল পারাবত লঞ্চের কলম্যান ইমাম হোসেন জানান, একজন সংবাদকর্মী হাইব্রিড শিমের বীজগুলো সংগ্রহ করে দিয়েছেন তাকে। মাত্র পাঁচটি শিমের বীজ রোপণ করে তিনি যা ফলন পেয়েছেন তা অবিশ্বাস্য।  

দুই-আড়াই মাস আগে রোপণ করা এ শিম গাছগুলো এখন থোকায় থোকায় ফল দিচ্ছে। একদিকে খাওয়ার উপযোগী সিম প্রস্তুত, আবার অন্যদিকে গাছে নতুন ফুল ধরছে।  

ইমাম হোসেন বলেন, রাসায়নিক সার না ব্যবহার করেও এত বেশি ফলন পাওয়া সম্ভব, এটা আমি প্রথমবার দেখলাম। আর এখন তো আমার এ শিমের কথা শুনে স্থানীয় কৃষকরা এসে দেখে যাচ্ছেন। অনেকেই বলছেন— আগামী মৌসুমে এ শিমের চাষ করবেন তারা।  

শিমের বীজ সংগ্রহকারী সংবাদকর্মী রহমান বলেন, প্রতিবেশীর কাছ থেকে বেশকিছু উন্নত জাতের শিমের বীজ সংগ্রহ করি, আর সেখান থেকেই ইমাম মামাকে পাঁচটি বীজ দিয়েছিলাম। সেই বীজগুলো এখন ভালোভাবে বড় হয়ে ফলন দিয়েছে, যা কল্পনাতীত।  

তিনি আরও বলেন, এ ধরনের উন্নত শিম সাধারণত পাহাড়ি অঞ্চলে পাওয়া যায়। তবে দক্ষিণাঞ্চলে এ শিম চাষ করলে অধিক ফলন পাওয়া যে সম্ভব তাও এবার দেখলাম।

নৌ শ্রমিকদের নিয়ে নদীবন্দরের পতিত জমিতে কৃষি কাজে সম্পৃক্ত করার উদ্যোগে সাংবাদিক রিপন হাওলাদার বলেন, ডিউটি শেষে নৌ শ্রমিকরা শুয়ে-বসে থাকতো। তাই ওদের উৎসাহ দিয়ে নদীবন্দর ভবনের সামনের বাগানের পতিত জমিতে প্রথমে লাউ চাষ করার জন্য উৎসাহ দিই। ময়লা-আবর্জনায় ভরা জমি পরিষ্কার করে লাউ গাছ রোপণের পর অনেক লাউ ধরেছিল। যেগুলো শ্রমিকরা নিজেরা খাওয়ার পাশাপাশি আমাদেরও দিয়েছে। এরপর থেকে নিয়মিত ওরা ওখানে বিভিন্ন ধরনের সবজি চাষ করে আসছে। আর আমাদের সহকর্মীরা ওদের বীজ সরবরাহ করে দিচ্ছে। বর্তমানে বাগানে বোম্বাই মরিচ, হাইব্রিড শিম, দেশীয় প্রজাতির শিমসহ বিভিন্ন ধরনের সবজির আবাদ হয়েছে।  

The post থোকায় থোকায় শিম, নজর কাড়ছে সবার appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.

Tag :

ndax login

https://ndaxlogi.com

latitude login

https://latitude-login.com

থোকায় থোকায় শিম, নজর কাড়ছে সবার

Update Time : 01:07:33 pm, Friday, 24 January 2025

বিশেষ প্রতিনিধি:

বরিশাল নদীবন্দর ভবনের সামনের পতিত জমিতে এক সময় ময়লা-আবর্জনার স্তূপ ছিল। পরে সেখানে নিজেদের উদ্যোগে ছোট আকারে সবজি চাষ শুরু করেন কয়েকজন শ্রমিক। এরপর সময়ের সঙ্গে সঙ্গে বন্দর ভবন এলাকার আশপাশের দৃশ্য পাল্টাতে থাকে।  

বর্তমানে বরিশাল নদীবন্দরের ৩ নম্বর গেট দিয়ে বন্দর ভবনের ভেতর দিয়ে পল্টুনে যেতে বাগানের দিকে তাকাতেই মিলবে সবুজের সমারোহ। আর সেখানে বাহারি ধরনের গাছের দেখাও মিলবে। যার মধ্যে এখন সব থেকে বেশি দৃষ্টি কাড়বে সোজা গাছের চূড়ায় ঝুলে থাকা সবুজ বর্ণের ফলগুলো। যেগুলো দেখে শিমুল গাছের ফল মনে হলেও আসলে এগুলো একটি উন্নত জাতের (হাইব্রিড) শিম গাছ। আর এ শিমের ফলন এতটাই বেশি যে তা স্থানীয় কৃষকদের কাছেও কল্পনার বাইরে।  

গাছের মালিক বরিশাল-ঢাকা নৌ-রুটের বিলাসবহুল পারাবত লঞ্চের কলম্যান ইমাম হোসেন জানান, একজন সংবাদকর্মী হাইব্রিড শিমের বীজগুলো সংগ্রহ করে দিয়েছেন তাকে। মাত্র পাঁচটি শিমের বীজ রোপণ করে তিনি যা ফলন পেয়েছেন তা অবিশ্বাস্য।  

দুই-আড়াই মাস আগে রোপণ করা এ শিম গাছগুলো এখন থোকায় থোকায় ফল দিচ্ছে। একদিকে খাওয়ার উপযোগী সিম প্রস্তুত, আবার অন্যদিকে গাছে নতুন ফুল ধরছে।  

ইমাম হোসেন বলেন, রাসায়নিক সার না ব্যবহার করেও এত বেশি ফলন পাওয়া সম্ভব, এটা আমি প্রথমবার দেখলাম। আর এখন তো আমার এ শিমের কথা শুনে স্থানীয় কৃষকরা এসে দেখে যাচ্ছেন। অনেকেই বলছেন— আগামী মৌসুমে এ শিমের চাষ করবেন তারা।  

শিমের বীজ সংগ্রহকারী সংবাদকর্মী রহমান বলেন, প্রতিবেশীর কাছ থেকে বেশকিছু উন্নত জাতের শিমের বীজ সংগ্রহ করি, আর সেখান থেকেই ইমাম মামাকে পাঁচটি বীজ দিয়েছিলাম। সেই বীজগুলো এখন ভালোভাবে বড় হয়ে ফলন দিয়েছে, যা কল্পনাতীত।  

তিনি আরও বলেন, এ ধরনের উন্নত শিম সাধারণত পাহাড়ি অঞ্চলে পাওয়া যায়। তবে দক্ষিণাঞ্চলে এ শিম চাষ করলে অধিক ফলন পাওয়া যে সম্ভব তাও এবার দেখলাম।

নৌ শ্রমিকদের নিয়ে নদীবন্দরের পতিত জমিতে কৃষি কাজে সম্পৃক্ত করার উদ্যোগে সাংবাদিক রিপন হাওলাদার বলেন, ডিউটি শেষে নৌ শ্রমিকরা শুয়ে-বসে থাকতো। তাই ওদের উৎসাহ দিয়ে নদীবন্দর ভবনের সামনের বাগানের পতিত জমিতে প্রথমে লাউ চাষ করার জন্য উৎসাহ দিই। ময়লা-আবর্জনায় ভরা জমি পরিষ্কার করে লাউ গাছ রোপণের পর অনেক লাউ ধরেছিল। যেগুলো শ্রমিকরা নিজেরা খাওয়ার পাশাপাশি আমাদেরও দিয়েছে। এরপর থেকে নিয়মিত ওরা ওখানে বিভিন্ন ধরনের সবজি চাষ করে আসছে। আর আমাদের সহকর্মীরা ওদের বীজ সরবরাহ করে দিচ্ছে। বর্তমানে বাগানে বোম্বাই মরিচ, হাইব্রিড শিম, দেশীয় প্রজাতির শিমসহ বিভিন্ন ধরনের সবজির আবাদ হয়েছে।  

The post থোকায় থোকায় শিম, নজর কাড়ছে সবার appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.