শাবানা আজমি, ভারতের অন্যতম গুণী অভিনেত্রী। অভিনয়ের বাইরে তিনি একজন সোশ্যাল এক্টিভিস্টও বটে। তাই সমাজের সবদিকেই তিনি নজর রাখেন। নারী অধিকার থেকে নারীবাদের ধারণা সম্পর্কে তাই তার দৃষ্টিভঙ্গি অন্য আর দশজন নারীর চেয়ে ভিন্ন।
নারীবাদ বলতে শাবানা ঠিক কী ভাবেন? ‘নারীবাদ মানে মেয়েরা এগিয়ে, ছেলেরা পিছিয়ে- এমনটা নয়। আজকাল অনেকেই বড় ভুল ব্যাখ্যা করেন। সে সব দেখেই চিন্তা হয়’- নারীবাদ নিয়ে… বিস্তারিত