ডিজেল বহনকারী ট্রাকের মাথায় ঝুঁকিপূর্ণ অবস্থায় গ্যাস সিলিন্ডার বহন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের সাতক্ষীরার নেতৃবৃন্দ।
সাতক্ষীরা জেলা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের এক সভা বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে শহরের কামালনগরস্থ লেকভিউ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর নন এমন অসাধু কিছু ব্যবসায়ী খুলনা থেকে ডিজেল ও কেরোসিন বহনকারী লরি ট্রাকের মাথায় করে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় এলপি গ্যাস সিলিন্ডার বহন করে আনার বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
এলপি গ্যাস ডিস্ট্রিবিউট ব্যতীত অন্য কোন অসাধু ব্যবসায়ী যাতে অবৈধ পন্থায়, ঝুঁকিপূর্ণ পরিবেশে বাইরের জেলা থেকে ডিজেল ও কেরোসিন বহনকারী লরি ট্রাকের মাথায় অবৈধ ভাবে এলপি গ্যাস সিলেন্ডার আনতে না পারে সে ব্যাপারে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
নেতৃবৃন্দ বলেন, খুলনা থেকে ডিজেল ও কেরোসিন বহনকারী লরি ট্রাকের মাথায় আলাদা খোলা খাঁচা তৈরি করে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় এলপি গ্যাস সিলিন্ডার বহন করে নিয়ে আসছে সাতক্ষীরার চিহ্নিত কিছু অসাধু ডিজেল ও কেরোসিন ব্যবসায়ী। এটি অবৈধ শুধু নয়, চরম ঝুঁকিপূর্ণও বটে। এটি বন্ধ না হলে যেকোন সময় বড় ধরনের একটি জীবনহানীর কারণ ঘটে যেতে পারে।
এ ব্যাপারে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সাতক্ষীরা জেলা এলপি গ্যাস ডিস্ট্রিবিউট এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
সাতক্ষীরা জেলা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের সভাপতি সাংবাদিক এম কামরুজ্জামান সভায় সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন জেলা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের সাধারন সম্পাদক মো: রাশেদুজ্জামান রাশি।
খুলনা গেজেট/এনএম
The post ডিজেল বহনকারী ট্রাকের মাথায় গ্যাস সিলিন্ডার বহন করায় উদ্বেগ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.