বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: গত ২২ জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় আইন ও ভূমি প্রশাসন এবং গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।
এই খেলাকে কেন্দ্র করে ঐদিন রাত প্রায় ১০টায় পরিবহন মার্কেট চত্বরে দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়, যার ফলে তিনজন আহত হয়।
অনাকাঙ্খিত এই ঘটনার তদন্তে কর্তৃপক্ষ উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
The post রাবিতে বাস্কেটবল খেলাকে কেন্দ্র করে উত্তেজনা: তদন্ত কমিটি গঠন appeared first on সোনালী সংবাদ.