বাকেরগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে কাঞ্চন আলী সিকদার (৮০) ও তার পুত্রবধূ আসমা বেগম (৩০) কে পরিকল্পিতভাবে মারধর করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শনিবার বিকাল ৩ টায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহত হলো ওই থানার ৫ নং ওয়ার্ড দুর্গাপাশা গ্রামের বাসিন্দা। বর্তমানে মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।
আহত সূত্রে জানা যায়, ভুক্তভোগী কাঞ্চন মিয়ার ছেলেরা ঢাকায় চাকরি করে । তারা বাড়িতে না থাকায় পুত্রবধূ কে খোকন বিভিন্ন সময় অনৈতিক সম্পর্কের জন্য কুপ্রস্তাব দিয়ে আসছিল ও খোকন গরু-ছাগল দিয়ে ভুক্তভোগীর জমির গাছ-গাছালি ফসল নষ্ট করে। ঘটনার দিন খোকন তার গরু দিয়ে ফসল নষ্ট করার সময় কাঞ্চন মিয়ার ছেলে প্রতিবাদ করে। এ নিয়ে সকালে উভয়ের মাঝে কথা কাটাকাটি হয়। বিকালে পরিকল্পিতভাবে খোকন, রুবিনা , ফারুক বিশ্বাস, মোহাম্মদ বিশ্বাস , রুবেল সহ অজ্ঞাত ৫/৭ জন সন্ত্রাসীরা এ হামলা করে। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শেবাচিমে ভর্তি করে। সেনাবাহিনী ও সরকার প্রধানের কাছে এর সুষ্ঠু বিচারের দাবি করেছে ভুক্তভোগীর পরিবার। এ বিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।
The post বাকেরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত ২ appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.