3:23 pm, Monday, 25 November 2024

নগরীতে আদিবাসী নারীকে গলাকেটে হত্যা

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে এক আদিবাসী নারীকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। গত সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন রায়পাড়া কবরস্থানের পাশে তার নিজ গৃহে এই ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডের শিকার ওই নারীর নাম রানী (৫০)। তিনি ওই এলাকার মৃত অজয়ের স্ত্রী। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। হত্যাকাণ্ডের শিকার রানী স্বামী মারা যাওয়ার পর থেকে সে এই বাড়িতে একাই থাকতেন।

প্রতিবেশিরা জানান, রানী এলাকাতে সাধারণভাবে বসবাস করতো। তার সাথে তেমন কারো ব্যক্তিগত শত্রুতা ছিলো না। সকাল সাতটায় কয়েকজন প্রতিবেশি তার বাড়িতে দেখা করতে গেলে গলাকাটা অবস্থায় নিজ ঘরে পড়ে থাকতে দেখা যায় রানীকে।

পরে পুলিশে খবর দিলে মরাদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করেন।

এ বিষয়ে শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ জানান, ঘটনাস্থল এরই মধ্যে পুলিশ কমিশনার পরিদর্শন করে গিয়েছেন। আমারা এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছি ।

এ ঘটনার সাথে যারই জড়িত থাকুক তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

The post নগরীতে আদিবাসী নারীকে গলাকেটে হত্যা appeared first on সোনালী সংবাদ.

Tag :

নগরীতে আদিবাসী নারীকে গলাকেটে হত্যা

Update Time : 10:06:32 pm, Tuesday, 17 September 2024

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে এক আদিবাসী নারীকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। গত সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন রায়পাড়া কবরস্থানের পাশে তার নিজ গৃহে এই ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডের শিকার ওই নারীর নাম রানী (৫০)। তিনি ওই এলাকার মৃত অজয়ের স্ত্রী। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। হত্যাকাণ্ডের শিকার রানী স্বামী মারা যাওয়ার পর থেকে সে এই বাড়িতে একাই থাকতেন।

প্রতিবেশিরা জানান, রানী এলাকাতে সাধারণভাবে বসবাস করতো। তার সাথে তেমন কারো ব্যক্তিগত শত্রুতা ছিলো না। সকাল সাতটায় কয়েকজন প্রতিবেশি তার বাড়িতে দেখা করতে গেলে গলাকাটা অবস্থায় নিজ ঘরে পড়ে থাকতে দেখা যায় রানীকে।

পরে পুলিশে খবর দিলে মরাদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করেন।

এ বিষয়ে শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ জানান, ঘটনাস্থল এরই মধ্যে পুলিশ কমিশনার পরিদর্শন করে গিয়েছেন। আমারা এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছি ।

এ ঘটনার সাথে যারই জড়িত থাকুক তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

The post নগরীতে আদিবাসী নারীকে গলাকেটে হত্যা appeared first on সোনালী সংবাদ.