
২০২০ সালে সায়েন্স রিভিউজ জার্নালে প্রকাশিত একটি গবেষণা সকলকে চমকাইয়া দিয়াছিল! একদল গবেষক দাবি করিয়া বসেন, ভারতের রাজস্থানের মরুভূমি অঞ্চলের চরিত্র একেবারেই ভিন্ন প্রকৃতির ছিল। থর মরুভূমির বুক চিরিয়া একসময় নদী বহিয়া যাইত। শুধু তাহাই নহে, থর মরুভূমির নিচে শত-সহস্র বত্সরের লুপ্ত নদীপথ ধরিয়া অতীতে একাধিক প্রজাতির পরিযোজন ঘটিয়াছিল। গবেষক দলের দাবি অনুযায়ী, এই নদীপথ ধরিয়াই আগমন ঘটে আদিম মানবগোষ্ঠীর।… বিস্তারিত