
ময়মনসিংহের ভালুকা উপজেলার ধামশুর গ্রাম দিয়ে উজানের পাঁচ গ্রামের পানি নিষ্কাশনের সিংড়া বিলের শতবর্ষী খালটি মাটি ফেলে ভরাট করে স্থাপনা নির্মাণ করার অভিযোগ উঠেছে। এতে সানির মোড় থেকে মামারিশপুর সড়কের সিংড়া খালের ওপর আনুমানিক ৪০ ফুট দৈর্ঘ্যের পাকা সেতুটি গুরুত্বহীন হওয়ার পাশাপাশি জলাবদ্ধতার সৃষ্টি হয়ে উজানের শত শত ধানিজমি অনাবাদির আশঙ্কা করছেন এলাকাবাসী।
সরেজমিনে দেখা যায়, ধামণ্ডর সিংড়া ব্রিজের… বিস্তারিত