
মামলার বিবরণ অনুযায়ী, ২০২০ সালের ৭ জুন বগুড়ার শাজাহানপুর উপজেলার গন্ড গ্রামের বাসিন্দা প্রদীপ কুমার মোদক গাইবান্ধা সদর থানায় আতিক বাবুর বিরুদ্ধে অর্থ প্রতারণার অভিযোগ এনে মামলা করেন।
বাদী প্রদীপ কুমার মোদক জানান, গাইবান্ধা সদরের তৎকালীন সংসদ সদস্য মাহবুব আরা গিনি এমপির আত্মীয় হওয়ার সুবাদে এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার সুযোগ নিয়ে আতিক বাবু অনেককে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। এই বিশ্বাস থেকে তিনি আতিক বাবুর সঙ্গে যোগাযোগ করেন। পরে চাকরির বিনিময়ে মোটা অঙ্কের টাকা দেন। কিন্তু এক বছর পার হয়ে গেলেও চাকরি না পেয়ে টাকা ফেরত চাইলে প্রদীপ কুমার মোদককে হুমকি দেওয়া হয়। একপর্যায়ে প্রতারণার শিকার হয়ে তিনি মামলা করতে বাধ্য হন।
আতিক বাবুর বিরুদ্ধে অর্থ প্রতারণার মামলার রায় ঘোষণার পাশাপাশি আদালত সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনসহ আধা ডজন মামলা বিচারাধীন রয়েছে। এ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট তাকে গ্রেফতারে তৎপর রয়েছে বলে জানা গেছে।