
কুমিল্লার মুরাদনগরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা সুরাহা করতে সালিশে বসের গ্রাম মাতবররা। বিচারে শাস্তি হিসেবে অভিযুক্ত বাবুলকে ছয়টি জুতার বাড়ি ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভুক্তভোগীর পরিবার এ বিচার না মানলেও শিশুটির নানির হাতে জোর করে টাকা ধরিয়ে দেন মাতবরবা। শুধু তাই নয়, সালিশে শিশুটির পরিবারকে হুমকি দেওয়া হয়, মাতব্বরদের সিদ্ধান্ত না মেনে থানায় অভিযোগ করলে ছাড়তে হবে বসতভিটা।
ভুক্তভোগী… বিস্তারিত