
আলু উত্তোলনের শুরুতেই উত্তরাঞ্চল জুড়ে শুরু হয়েছে দামে ধস। এবার আলুর দাম একেবারেই কম। জমিতে বিক্রি হচ্ছে ১০ টাকা থেকে ১২ টাকা কেজি দামে।
ভুক্তভোগী আলুচাষিরা বলছেন, গত এক দশকেও রাজশাহী অঞ্চলে আলুর দাম এতটা কমেনি। ফলে উৎপাদিত আলু নিয়ে চরম বিপাকে পড়েছেন উত্তরাঞ্চলের আলুচাষিরা। ক্রেতা না থাকায় কৃষকরা না পারছে জমি থেকে আলু বিক্রি করতে। আবার অগ্রিম বুকিং না থাকায় হিমাগারেও রাখতে পারছে না। … বিস্তারিত