নগর প্রতিনিধি:
বরিশালে বিএনপির অফিসে অগ্নিসংযোগসহ তিনটি মামলায় বরিশাল সিটি করপোরেশনের সাবেক ৮ কাউন্সিলরকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। এসব মামলায় আরও ১১ জনকে জেল হাজতে পাঠানো হয়।
মঙ্গলবার (১ অক্টোবর) সকালে বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আশরাফ উদ্দিন এই নির্দেশ প্রদান করেন। এর আগে তারা উচ্চ আদালতের ৪ সপ্তাহের আগাম জামিনের মেয়াদ শেষে মঙ্গলবার আদালতে হাজিরা দিতে এসেছিলেন।
জেল হাজতে প্রেরণ করা বরিশাল সিটি করপোরেশনের সদ্য সাবেক কাউন্সিলররা হলেন সামসুদদ্দোহা আবিদ, আউয়াল মোল্লা, কেফায়েদ হোসেন রনি, খান মোহাম্মদ হোসেন, জয়নাল আবেদীন মো. জয়নাল আবেদীন হাওলাদার, আনোয়াল হোসেন রয়েল, হুমায়ুন কবির ও জিয়াউল হক মাসুম।
বাদী পক্ষের আইনজীবীরা হাফিজ আহমেদ বাবলু জানান, গত ৪ আগস্ট বরিশাল নগরীর সদর রোডে জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের উপর হামলাসহ ৩টি মামলায় মোট ২১ জন আসামি আদালত হাজির হয়ে জামিন আবেদন করেন। পরে আদালতে বিচারক আইনজীবী বক্তব্য শুনে আসামিদের জেল হাজতে প্রেরণ করেন।
তবে উচ্চ আদালত থেকে আগাম জামিন নেয়ায় আসামিদের রিমান্ড চায়নি পুলিশ। তবে বিবাদী আইনজীবী অ্যাডভোকেট আফজালুল করিম জানান, তারা এ নির্দেশনার বিপরীতে উচ্চ আদালতে আপিল করবেন।
The post বরিশালে ৩ মামলায় সাবেক ৮ কাউন্সিলরসহ ১৯ জন কারাগারে appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.