গোমস্তাপুর (চাঁপাই নবাবগঞ্জ) প্রতিনিধিঃ চলুন সু- শিক্ষার সন্ধানে দেশের কল্যাণে শ্লোগান কে সামনে রেখে মৃধাপাড়া হাইস্কুলের
গৌরবময় ৩০ বছর পূর্তি উৎসব ও সম্মানিত শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুধবার সকাল দশ টায় উপজেলার পার্বতীপুর ইউনিয়নের মৃধাপাড়া হাইস্কুলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মৃধাপাড়া হাইস্কুল স্টুডেন্ট ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি নুরুল হুদা।
প্রধান অতিথি ছিলেন রাজশাহী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধক্ষ প্রফেসর মুঃ হবিবুর রহমান। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ইন্জিনিয়ার সাবেক ভিপি আহসান উল্লাহ হল বুয়েট মুঃ ইমদাদুল হক মাসুদ। প্রধান আলোচক ছিলেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।
বক্তব্য রাখেন কসবা( নাচোল) ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান, মৃধা পাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মনিরুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ সালাম, বিদায়ী শিক্ষক রফিকুল ইসলাম, মনট্রিমস লিমিটেড ঢাকা ম্যানেজার সেলস এন্ড মার্কেটিং রেজাউল ইসলাম, রাধানগর এ এন সি উচ্চ বিদ্যালয় সহঃ প্রধান শিক্ষক আসাদুজ্জামান, শিক্ষক আঃ করিম প্রমুখ। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
The post গোমস্তাপুরে মৃধাপাড়া হাইস্কুলের ৩০ বছর পূর্তি অনুষ্ঠান appeared first on সোনালী সংবাদ.