১২ বছরেরও বেশি সময় আগে লন্ডনে নৃশংসভাবে ছুরিকাঘাতে প্রাণ হারানো এক কিশোরের মা এই মামলার সন্দেহভাজন ঘাতক‌কে খুঁজে বের করতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন। লন্ড‌নের পু‌লি‌শ কর্মকর্তারা বল‌ছেন, তা‌দের বিশ্বাস ঘাতক হত‌্যাকা‌ণ্ডের পর বাংলা‌দে‌শে পা‌লি‌য়ে এসে বসবাস কর‌ছেন।
২০১৩ সালের ২৭ জানুয়ারি লন্ডনের অন্যতম ধনী এলাকা পিমলিকোতে… বিস্তারিত