অনলাইন ডেস্ক : ভারতের হিন্দি সিনেমা জগতের কিংবদন্তি অভিনেতা মনোজ কুমার আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। ‘ও কৌন থি’, ‘ক্রান্তি’সহ একগুচ্ছ জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি।

মনোজ কুমার বেশ কিছুদিন ধরেই মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই তার মৃত্যু হয়। তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন। এ ছাড়াও লিভার সিরোসিস ছিল মনোজ কুমারের। এসব কারণেই অভিনেতার মৃত্যু হয়েছে বলে হাসপাতালের মেডিকেল সার্টিফিকেটে জানানো হয়েছে।

মনোজ কুমারের আসল নাম হরিকৃষ্ণন গোস্বামী। ১৯৫৭ সালে মাত্র ২০ বছর বয়সে তিনি ‘ফ্যাশন’ সিনেমার হাত ধরে বলিউডে পা রাখেন। ১৯৬১ সালে ‘কাচ কি গুড়িয়া’ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা পান এই অভিনেতা। এরপর আর তাকে পিছু ফিরে তাকাতে হয়নি। তার ‘গুমনাম’ সিনেমা ছিল ১৯৬৫ সালের সব থেকে বেশি আয় করা সিনেমা। এই থ্রিলার সেই সময় ২.৬ কোটি টাকার ব্যবসা করেছে।

পরর্বতীতে মনোজ কুমার একাধিক দেশপ্রেম বা দেশাত্মবোধক সিনেমাতে কাজ করেছেন। ‘রোটি কাপড়া অর মাকান’, ‘ও কৌন থি’সহ একাধিক হিট উপহার দিয়েছেন তিনি। ফলে তিনি ফিল্মফেয়ারসহ একাধিক পুরস্কার পেয়েছেন। পদ্মশ্রী সম্মানে ১৯৯২ সালে সম্মানিত হন তিনি। দেশাত্মবোধক চলচ্চিত্রের জন্য তিনি ‘ভারত কুমার’ নামেও পরিচিত ছিলেন।

The post বর্ষীয়ান অভিনেতা মনোজ কুমার আর নেই appeared first on সোনালী সংবাদ.