
ভুটানে নারী লিগে খেলতে গেলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন, মনিকা চাকমা, ঋতুপর্না চাকমা এবং মাতসুসিমা সুমাইয়া। গতকাল ভুটানে পৌঁছে গেছেন। এই চার ফুটবলার খেলবেন পারো এফসিতে। গতকাল ভুটানে পৌঁছার পর তাদরেকে অভ্যর্থনা জানায় ক্লাবটির কর্মকর্তারা।
ভুটানের আরও একটি ক্লাব ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলার কথা রয়েছে জাতীয় দলের সাবেক গোলরক্ষক রূপনা চাকমা এবং মাসুরা পারভিনের। একই দলের যাওয়ার কথা… বিস্তারিত