
চলছে চৈত্র মাস। আর এই মাসে আবহাওয়াও থাকে বেশ উত্তপ্ত। দিনের বেলায় এসময় রোদের খরতাপে কোথাও দাঁড়ানো যেন মুশকিল হয়ে উঠেছে। কোনো ছায়ায় না দাঁড়ালে রোদের তাপে মাথা ফেটে যাওয়ার উপক্রম হচ্ছে।
রোদের এই তীব্রতায় হাঁপিয়ে ওঠছে পুরো দেশ। আর এই সময় সবার মনেই প্রশ্ন আসে পোশাক নিয়ে। অনেকেই চিন্তিত থাকেন গরমে স্টাইলের সঙ্গে কোনো রঙের পোশাকটি আমাদেরকে আরাম দেবে। তাই আমরা এমন পোশাক বেছে নিয়ে থাকি যেটা… বিস্তারিত